নাটোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাটোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নাটোরে র‌্যাব-১২'র অভিযানে হেরোইন সহ মাদকব্যবসায়ী গ্রেফতার ২জন

নাটোরে র‌্যাব-১২'র অভিযানে হেরোইন সহ মাদকব্যবসায়ী গ্রেফতার ২জন

Natore-Kontho24 || নাটোর কন্ঠ ২৪


নিউজ ডেস্কঃ
নাটোর পৌর এলাকার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সোমবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না(৩২) এবং শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে শাহাদাৎ আলী(৩০)।

র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশনায় গতরাতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে উদ্ধার আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদদ্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদদ্য গ্রেপ্তার

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


গতকাল রাতে নাটোরের লালপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রবিন আলী (২১), শাকিব খান (২২) এবং মোঃ রেজোয়ান ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রন্সন্যাশনাল ক্রাইম ইউনিট। 

আটককৃতদের মধ্যে শাকিব খান এবং মোঃ রেজোয়ান ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গ্রেফতারের সময় আটককৃতদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত ০৭ (সাত) টি মোবাইল ফোন এবং ০৭ (সাত) টি সিম কার্ড জব্দ করা হয় ।
তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও ম্যাসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন। এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেন। 

উল্লেখ্য ডিসি সাইবার ক্রাইম আ.ফ.ম. আল কিবরিয়া, পিপিএম এর সার্বিক তত্বাবধায়নে সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সিটি-সাইবার,ডিএমপি থেকে জানানো হয়,
নাটোরের লালপুর ভিত্তিক একটা নেক্সাস তৈরি হয়েছে এহেন অপকর্মের। সেখানকার অনেক কেই সনাক্ত করেছে সিটি-সাইবার, ডিএমপি। অচিরেই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে। সিটি-সাইবার পরামর্শ দেয় যে, কোনভাবেই মোবাইল বা ইমো তে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না। সচেতনতাই সাইবার নিরাপত্তার ভিত্তি।
নাটোরে শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

নাটোরে শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ




নাটোরে রাহুল হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের গোদাই রেল ব্রিজের কাছে রেল লাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাহুল হোসেন সদর উপজেলার মদন হাট গ্রামের বেলাল হোসেনের ছেলে ও এসএসসি পরিক্ষার ফল প্রত্যাশী। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, রোববার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি রাহুল । আজ দুপুর ১২ টার দিকে গোদাই রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এ সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাহুলের মরদেহটি শনাক্ত করে। প্রাথমিক ভাবে নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারন জানাতে পারেননি পুলিশ। মরদেহটি রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে পড়ে থাকায় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করছেন তারা। মরদেহটি রেললাইনের ধারে পড়ে থাকায় সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, এটি হত্যা না রেল দূর্ঘটনাজনিত মৃত্যু ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

©সংগৃহীত

শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি

সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


শতবর্ষী অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেছেন তারই ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে নাটোরের সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামে। পাঁচ সন্তানের মা হলেও ফেলা যাওয়া তারা বানুর দায়িত্ব নিয়েছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। শুক্রবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।


জানা যায়, তিন ছেলের নিজস্ব বাড়ি ও জমিজমা থাকার পরও তারা কেউ মায়ের দায়িত্ব না নিলে অন্ধ তারা বানু পাশের গ্রামে তার বড় মেয়ে রায়লা বেগমের বাড়িতে থাকতেন। বড় মেয়ে-জামাই তার বয়স্ক ভাতার টাকা দেয়ায় রেগে যান ছোট দুই ছেলে ও বড় ছেলের ঘরের দুই নাতি। সবাই বয়স্ক ভাতার সমান ভাগ পেতে পর্যায়ক্রমে মাকে রাখার সিদ্ধান্ত নেন। অক্টোবর মাসে বৃদ্ধা ছিলেন ছোট ছেলে আজাদের সংসারে। নভেম্বর মাসের দুই তারিখ পার হয়ে গেলেও বড় ছেলে মাকে নিতে না যাওয়ায় বুধবার রাতে আজাদ তার অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যান।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জোর করে তার বড় ছেলে মানিকের বাড়িতে তাকে দিয়ে আসলে বৃদ্ধাকে রাতে বাড়ির গোয়াল ঘরে থাকতে দেয়া হয়। এমন খবর পেয়ে বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

শামীম আহমেদ সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিবকে বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার কাছে পাঠিয়ে তাকে তার মেয়ের বাড়িতে রেখে খাবারের ব্যবস্থা নিশ্চিত করেন। এছাড়াও নগদ ৫ হাজার টাকা সহায়তা এবং শীতের কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বৃদ্ধাকে সহায়তার ব্যবস্থা করেছেন।



জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ


জেলা প্রশাসক ঢাকা পোস্টকে জানান, শতবর্ষী বৃদ্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যাওয়ার বিষয়টি অবগত হওয়ার পরে শুক্রবার সকালে সহকারি কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের মাধ্যমে ওই বৃদ্ধার নিকট নগদ ৫ হাজার টাকা ও শীতের কাপড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া বৃদ্ধার জন্য প্রতিমাসে খাওয়া-পড়া বাবদ প্রয়োজনীয় সকল জিনিসপত্র সরবরাহ করা হবে। এছাড়া ছেলেরা ওই বৃদ্ধার দায়িত্ব না নেওয়ায় এবং যেহেতু বৃদ্ধা তার মেয়ের কাছে থাকতে চান সেজন্য তাকে দেখভালের জন্য মেয়ে রায়লা বেগমের কাছে রাখা হয়েছে। এখন থেকে মেয়ে সে মায়ের দেখাশোনা করবেন।

এছাড়াও তিনি শুক্রবার ( ৪ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'শতবর্ষী অন্ধ তারা বানুকে তার সন্তানেরা রাতের আঁধারে রাস্তায় ফেলে দেয়। জেলা প্রশাসন, নাটোর আন্তরিকতার সাথে এই মায়ের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধিদের যারা সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।'

এসময় অনেকেই কমেন্টের মাধ্যমে ডিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানায়।

তাপস কুমার/আরকে

©Dhakapost.com
৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


নিউজ ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে ৭৫ বছরের এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র জানায়, দুই বছর আগে বাড়ি নির্মাণের সময় ওই নারীকে যৌন হয়রানি করেন হচ্ছে। রাজমিস্ত্রী আলম। তখন থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে আটক করে। পরে এ ধরনের কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এরপর কয়েকদিন আগে

রাত ১০টার দিকে ওই নারীর ঘরে ঢুকে লুকিয়ে থাকেন আলম হোসেন। বৃদ্ধা বুঝতে পেরে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এরপর থেকে আলম রাতের বেলা ওই নারীর ঘরে চালের ঢিল ছুড়ে আসছেন।

ওই নারী বলেন, 'আমি আলম হোসেনের হয়রানি থেকে মুক্তি ও তাঁর কর্মকাণ্ডের বিচার চাই।” অভিযুক্ত আলম হোসেন বলেন, 'আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে মিথ্যা অভিযোগ করা

বড়াইগ্রাম থানার পরিদর্শক আৰু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আপনার ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে ইমেইল করুন natorekontho24@gmail.com 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বাগাতিপাড়ায় টাকা চুরি করে ধরা খেয়ে মুচলেকায় ছাড়া পেল চোর!

বাগাতিপাড়ায় টাকা চুরি করে ধরা খেয়ে মুচলেকায় ছাড়া পেল চোর!

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


নিউজ ডেস্কঃ

নাটোরের বাগাতিপাড়ায় ১ নং পাঁকা ইউনিয়নের চকতকি নগর গ্রামের জাহাঙ্গীর নামে এক ব্যাক্তি বাড়িতে চুরি করতে ঢুকে ওই গ্রামের লালনের ছেলে শাকিব। পরে তাকে হাতেনাতে ধরে জাহাঙ্গীর স্ত্রী হেনা বেগম।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঘটে এই ঘটনা।


জাহাঙ্গীর ও এলাকাবাসী জানান, হাতেনাতে টাকা চুরির ঘটনায় শাকিবকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় এবং তাকে বারবার জিজ্ঞেস করা হয় সে টাকা চুরি করেছে কিনা। প্রথমে অস্বীকার করলেও একটু উত্তম মাধ্যম দিলে সে টাকা জাহাঙ্গীরের ঘরের বড় বাক্স থেকে ৫ হাজার টাকা চুরি করার কথা স্বীকার করে। পরে আটক শাকিবের পরিবারের সদস্যরা স্থানীয় মাথা মুরব্বিদের মাধ্যমে জাহাঙ্গীরের সাথে সমঝোতা করে দেয়। এ সময় শাকিবের কাছে থেকে একটা মুচলেকা নিয়ে ওই ৫ হাজার টাকা ফেরত সহ তাকে ছেড়ে দেওয়া হয়।
শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান


শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ডটি  তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি এস.এম.মজিবুর রহমান। 

স্থানঃ চিংড়ী চাইনিজ রেস্টুরেন্টে কাটাবন মোড় ঢাকা। তারিখঃ ২৮/১০/২০২২ খ্রীঃ


দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


বড়াইগ্রামের কুমরুল গ্রামে চকলেটের প্রলোভনে সাত ও আট বছর বয়সি দুই শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়াজীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বনপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধনে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন, কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহীন আলম ও মুসা মুন্সিসহ নির্যাতিত দুই শিশুর বাবা বক্তব্য দেন। বক্তারা বলেন, রফিকুল ইসলাম চকলেট দেওয়ার কথা বলে দুই শিশুকে ডেকে বাড়ির স্টোররুমে নিয়ে গিয়ে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি এবং অভিযুক্তকে আটক করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Natore-Kontho24 


পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিস্তারিত,
===============================
নাটোরের গুরুদাসপুরে গনেশ চন্দ্র মুন্ডারী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আদিবাসী এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বসলেও অভিযুক্ত প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় বিচার না পেয়ে এখনও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত পুলিশ সদস্য গণেশ চন্দ্র মুন্ডারী নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃগরিলা এলাকার মৃত সুধির মুন্ডারীর ছেলে। প্রাথমিকভাবে গণেশ বগুড়া রেঞ্জের অধীনে ব্যাটালিয়ন পুলিশ সদস্য হিসেবে পাবনার রুপপুর ইপিজেড এলাকায় কর্মরত আছে বলে একটি সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় তিন-সাড়ে তিন বছর আগে গণেশ মুন্ডারীর সাথে একই উপজেলার ধানুড়া কোলা গ্রামের এক আদিবাসী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে। পরে তাদের সম্পর্ক আরো গভীর হলে অভিযুক্ত গনেশ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে শারীরিক সম্পর্ক করার সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, আপত্তিকর অবস্থায় আটকের পর গনেশ ভুক্তভোগীর পরিবারকে ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং কোন প্রকার অভিযোগ না করার অনুরোধ করে। এছাড়া মেয়ের সুখের কথা চিন্তা করে সর্বশেষ পুলিশের নিয়োগের সময় গনেশকে ৩ লক্ষ টাকা দেয় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। কিন্তু পুলিশের চাকরি পাওয়ার পর গনেশ ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে থানায় অভিযোগ করতে গেলে সে সময় অভিযোগ নেয়নি বলে দাবি করেন ভুক্তভোগী মেয়ের বাবা। এ অবস্থায় উপযুক্ত বিচারের পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছে দরিদ্র ভুক্তভোগী ও তার পরিবার। এছাড়া মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অসম্মান নিয়ে নাজেহাল অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন তারা।

ভুক্তভোগী মেয়ের বাবা ও মা জানান, গনেশ আমার মেয়ের সাথে প্রতারণা করেছে। তার জীবন ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রশাসনের সহযোগীতা চেয়েও পাচ্ছি না। এই অবস্থায় আমি সঠিক বিচার চাই।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে গনেশ আমার সাথে ভালবাসার অভিনয় করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে। চাকরী পাওয়ার পরে সে এখন আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। এর সঠিক বিচার প্রার্থনা করছি।

প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে গণেশকে ওই ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। সেসময় গনেশ কান্নাকাটি করে এবং চাকুরী হারানোর অনেক আকুতি ও বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি ওই সময় থানা পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত গনেশ চন্দ্র মুন্ডারীর সাথে তার নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

© জাগো নাটোর ২৪

বুধবার, ১৭ আগস্ট, ২০২২

নাটোরে ৬টি দোকানে চুরি

নাটোরে ৬টি দোকানে চুরি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

নাটোরে ৬টি দোকানে চুরি

প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি
তারিখ- ১৭/০৮/২০২২

বিস্তারিত - 

নাটোর শহরের কমলা সুপার মার্কেটে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোররা মালামাল না নিলেও দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা লুট করেছে।

পুলিশ ও ভুক্তভোগিরা জানান, আজ বুধবার ভোরে শহরের প্রাণকেন্দ্র কমলা সুপার মার্কেটে দু’জন চোর ৬টি দোকানের সাটার কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে মধু স্টেশনারীর ৩হাজার, হাসমত স্টেশনারী থেকে ৬৫হাজার, সবুজ স্টেশনারী থেকে ৩০হাজার, সেলিম ও শামীম স্টেশনারী থেকে ৪হাজার এবং সেন্টু স্টেশনারী দোকান থেকে ৪হাজার টাকা লুট করে নেয়।


এছাড়া উত্তরা সুপার মার্কেটে সৈকত চৌধুরির দুটি দোকানের সাটার কেটে প্রবেশে ব্যার্থ হয় তারা।
পুলিশ চোরদের সনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। পরে খবর পাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। খুব দ্রুত সংঘবদ্ধ চোরদের আটকের চেস্টা চলছে বলে জানান তিনি

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নাটোরে শিক্ষিকার আত্মহত্যা নাকি হত্যা?

নাটোরে শিক্ষিকার আত্মহত্যা নাকি হত্যা?

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস।

প্রতিবেদকঃ- রাকিবুল হাসান রাফি

তারিখঃ- ১৪/০৮/২০২২

ছবি- সংগৃহীত

বিস্তারিত -


কলেজ ছাত্রকে বিয়ে করে ভাইরাল শিক্ষিকা নাহারের আত্মহত্যা॥ স্বামী মামুন আটক

নাটোরে ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিক্ষিকা খাযরুন নাহার (৪০) আত্মহত্যা করেছেন। রোববার ভোররাতে নাটোর শহরের বলারীপাড়ার ভাড়া বাসার চারতলায় তিনি আত্মহত্যা করেন। তবে হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হতে ভবনের অন্য বাসিন্দারা স্বামী মামুনকে আটক করে রেখেছে। মামুন-নাহার দম্পতি নাটোর শহরের বলারীপাড়ার হাজী নান্নু মোল্লা ম্যানশনের চারতলায় ভাড়া থাকতেন।

 কিনুন- সুহাসীনি


ভবনের বাসিন্দা ও এলাকাবাসী জানান, রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানান, তার স্ত্রী খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার শেষ রাতে আত্মহত্যা করেছেন।

 লোকজন তার বাসায় গিয়ে খায়রুন নাহারের লাশ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ হওয়ায় তারা মামুন বাসার মধ্যে আটকে পুলিশে খবর দেন।

 সহকারী অধ্যাপক খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো.খয়ের উদ্দিনের মেয়ে। তার স্বামী মামুন হোসেন একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামেরর মোহাম্মদ আলীর ছেলে ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে ছয় মাসের প্রেমের পর স্বামী পরিত্যক্তা এক ছেলের জননী খায়রুন নাহার গত বছরের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর গত জুলাই মাসে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়।




নাটোর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তারা তদন্ত শুরু করেছেন। তদন্ত ও লাশের ময়নাতদন্ত হলে এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টিকেনি। তারপর কেটে যায় অনেক দিন। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে।


সোমবার, ১ আগস্ট, ২০২২

নাটোরে বজ্রপাতে নিহত ২, আহত ৮

নাটোরে বজ্রপাতে নিহত ২, আহত ৮

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

নাটোরে বজ্রপাতে নিহত ২, আহত ৮

নিজেস্ব প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি
তারিখ- ০১/০৮/২০২২


 প্রতিকি ছবি

বিস্তারিতঃ-

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাতে আশিক আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। এছাড়া বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিমউদ্দিন প্রামাণিক (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়ার করমদোসী এলাকায় একটি চায়ের দোকানে আকস্মিক বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আশিক একই এলাকার সিহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন আশিক ও তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ১০/১২ জন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং কিছুক্ষণ পর দোকানটিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশিক মারা যান। আহত হন সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপারী বেগম। আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম ছলিমউদ্দিন প্রামাণিক (৪৫)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের চকপাড়া এলাকার মৃত নইমউদ্দিন প্রামাণিকের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির সময় পাশ^বর্তী চিনিডাঙ্গা বিলে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয় অপর কৃষক বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার ছাবেদ চৌধুরী (৪৪)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন- আমাদের ওয়েবসাইট এ আপনার যেকোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- ০১৭৬৩৭৫২৬৫৩

রবিবার, ৩১ জুলাই, ২০২২

‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’, শিক্ষক-ছাত্রের যে প্রেম পেলো পরিণতি

‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’, শিক্ষক-ছাত্রের যে প্রেম পেলো পরিণতি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ফেসবুকে প্রেম, কলেজের শিক্ষিকাকে বিয়ে করলেন ছাত্র

নিজেশ্ব প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি


ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। ৬ মাস প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি। তবে বর্তমানে তার নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টিকেনি। তারপর কেটে যায় অনেক দিন।


এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে।




খাইরুন নাহার বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই। সে সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি।


এদিকে মামুন বলেন, মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া চাই।

- আরোও নতুন খবর পেতে শেয়ার করে পাশে থাকুন
#নাটোর কন্ঠ ২৪


বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

নাটোরের গুরুদাশপুর কৃষকের ঘরে ২৫ গোখরা সাপ

নাটোরের গুরুদাশপুর কৃষকের ঘরে ২৫ গোখরা সাপ

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

কৃষকের ঘরে ২৫ গোখরা সাপ



নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের ঘরে একটি মা সাপসহ ২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পৌর সদরের আনন্দনগর মহল্লার মৃত সাদেক আলীর ছেলে কৃষক সৈয়দ আলীর শয়ন ঘর থেকে সাপগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে কৃষক সৈয়দের স্ত্রী ঘরের মেঝেতে সাপের খোলস দেখতে পান। পরে স্থানীয়দের পরামর্শে বাজার থেকে কার্বনিক এসিড এনে শয়নঘরে রেখে দেন। বুধবার বিকেলে সাপের একটি বাচ্চা বের হতে দেখে আতংকিত হয়ে পড়েন ঘরের মানুষ। এরপর প্রতিবেশিদের সহযোগিতায় কোদাল ও সাবল দিয়ে মেঝে খুঁড়তে থাকলে একের পর এক গোখরা সাপের বাচ্চা বের হতে থাকে। একপর্যায় মা সাপটিও বের হয়। মা সাপটি বিষধর হওয়ায় স্থানীয়রা নিজেদের সুরক্ষার জন্য সেটিকে মেরে ফেলেন। মা সাপসহ ২৫টি গোখরা সাপের বাচ্চাকে পরে মাটি চাপা দেওয়া হয়।


কৃষক সৈয়দ আলী জানান, কয়েকদিন পূর্বে তার মেয়েকে রাতের আধাঁরে একটি সাপ কামড় দেয়। পরে বিষ নামানো হয়। যে সাপগুলো ঘরে পাওয়া গেছে সেগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, সাপ মারা অন্যায়। আতংকিত না হয়ে পরিবেশকর্মীদের অথবা স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে সাপগুলো উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া যেতো। কিন্তু সেটি করা হয়নি। তবে স্থানীয় লোকজনকে এ ব্যাপারে সর্তক করে দেওয়া হয়েছে

মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নাটোরের বড়াইগ্রাম এ ট্রাক উল্টে ২ জনের প্রানহানি

নাটোরের বড়াইগ্রাম এ ট্রাক উল্টে ২ জনের প্রানহানি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ছবি নাটোর কন্ঠ ২৪


স্থানিয় সময় দুপুর ৩টা নাগাদ  উচ্চ গতি সম্পুর্ন একটি মালবাহী ট্রাক এসে উল্টে দেয় বড়াইগ্রাম থানা মোড় এ এতে ড্রাইভার এবং হেল্পার এর প্রানহানি হয়..... 

ঝুকি নিয়ে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং ড্রাইভার এর অসতর্ক তাই এর প্রধান কারন বলে জানান স্থানিয় আমাদের নিজস্ব প্রতিনিধি..  লাশ গুলো বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে

আসুন না একটু নিরাপদ হই, আমাদের সচেতনতাই পারে আমাদের মহা সড়ক কে নিরাপদ করে গরে তুলতে
একটি দূর্ঘটনা সারাজিবনের কান্না

নাটোর কন্ঠ ২৪

Natore Kontho 24