বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


বড়াইগ্রামের কুমরুল গ্রামে চকলেটের প্রলোভনে সাত ও আট বছর বয়সি দুই শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়াজীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বনপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধনে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন, কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহীন আলম ও মুসা মুন্সিসহ নির্যাতিত দুই শিশুর বাবা বক্তব্য দেন। বক্তারা বলেন, রফিকুল ইসলাম চকলেট দেওয়ার কথা বলে দুই শিশুকে ডেকে বাড়ির স্টোররুমে নিয়ে গিয়ে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি এবং অভিযুক্তকে আটক করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.