নাটোরে ৬টি দোকানে চুরি
প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি
তারিখ- ১৭/০৮/২০২২
বিস্তারিত -
নাটোর শহরের কমলা সুপার মার্কেটে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোররা মালামাল না নিলেও দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা লুট করেছে।
পুলিশ ও ভুক্তভোগিরা জানান, আজ বুধবার ভোরে শহরের প্রাণকেন্দ্র কমলা সুপার মার্কেটে দু’জন চোর ৬টি দোকানের সাটার কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে মধু স্টেশনারীর ৩হাজার, হাসমত স্টেশনারী থেকে ৬৫হাজার, সবুজ স্টেশনারী থেকে ৩০হাজার, সেলিম ও শামীম স্টেশনারী থেকে ৪হাজার এবং সেন্টু স্টেশনারী দোকান থেকে ৪হাজার টাকা লুট করে নেয়।
এছাড়া উত্তরা সুপার মার্কেটে সৈকত চৌধুরির দুটি দোকানের সাটার কেটে প্রবেশে ব্যার্থ হয় তারা।
পুলিশ চোরদের সনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। পরে খবর পাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। খুব দ্রুত সংঘবদ্ধ চোরদের আটকের চেস্টা চলছে বলে জানান তিনি
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন