নাটোরের বড়াইগ্রামে ৭৫ বছরের এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্র জানায়, দুই বছর আগে বাড়ি নির্মাণের সময় ওই নারীকে যৌন হয়রানি করেন হচ্ছে। রাজমিস্ত্রী আলম। তখন থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে আটক করে। পরে এ ধরনের কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এরপর কয়েকদিন আগে
রাত ১০টার দিকে ওই নারীর ঘরে ঢুকে লুকিয়ে থাকেন আলম হোসেন। বৃদ্ধা বুঝতে পেরে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এরপর থেকে আলম রাতের বেলা ওই নারীর ঘরে চালের ঢিল ছুড়ে আসছেন।
ওই নারী বলেন, 'আমি আলম হোসেনের হয়রানি থেকে মুক্তি ও তাঁর কর্মকাণ্ডের বিচার চাই।” অভিযুক্ত আলম হোসেন বলেন, 'আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে মিথ্যা অভিযোগ করা
বড়াইগ্রাম থানার পরিদর্শক আৰু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন