বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বাড়ী নয়ন এর গোডাউন থেকে ১৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার... আসলেই কি উদ্ধার নাকি অন্য কিছু...?
আসুন সত্য টা জানি....
বড়াইগ্রাম পৌর মেয়রের স্থায়ী সম্পত্তির পরিমান প্রায় ৩০০ বিঘার উপরে।
এছাড়া উনার পুকুর, নয়ন ওয়েল মিল, ট্রান্সপোর্ট, মদিখানার দোকান সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এ সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো তার পারিবারিক সুত্রে পাওয়া রাতারাতি কোটিপতি বনে যাওয়া মানুষ উনি নন।
তার পরিবারের মসজিদে, মাদ্রাসা, গোরস্থান সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দানের পরিমাণ প্রায় ৫০ বিঘা মত।
এছাড়াও তার প্রত্যক্ষ অর্থায়নে অনেক মাদ্রাসা ও এতিমখানা পরিচালিত হয়।
গরিব দুঃখী অসহায় মানুষদের আশা-ভরসার নাম মাজেদুল নয়ন।
মেয়র বিভিন্ন কাজে ব্যাস্ত থাকেন!
তাঁর ব্যবসা দেখাশোনা করেন ম্যানেজার!
গাফিলতি থাকলে ম্যানেজারের ছিলো তবে মেয়র সাহেবের আরও সচেতন হওয়া উচিৎ ছিলো!
আশা করি,বাস্তবতা উপলব্ধি করে একতরফা দোষারোপ করবেন না!
যে মানুষটির পরিবার বিগত কয়েক যুগ ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি কি দেশের এই সংকটপূর্ন মুহূর্তে মানুষকে জিম্মি করে প্রতি লিটারে ২০-৩০ টাকার ব্যবসা করতে চান ? এত্ত বড় একটা পাইকারি দোকান আর সেখানে ১৮০০ লিটার তেল মজুদ থাকবে না ব্যাপারটা হাস্যকর হইলো না? নাকি তেল নাই বলে মানুষকে ফেরত দিয়েছেন ভিত্তিতে এমন কাহিনী করা হইলো??
একজন জনপ্রতিনিধিকে অন্যায় ভাবে বিব্রত করা ছাড়া আর কিছুই না।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন