সর্বশেষ

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নাটোরে র‌্যাব-১২'র অভিযানে হেরোইন সহ মাদকব্যবসায়ী গ্রেফতার ২জন

নাটোরে র‌্যাব-১২'র অভিযানে হেরোইন সহ মাদকব্যবসায়ী গ্রেফতার ২জন

Natore-Kontho24 || নাটোর কন্ঠ ২৪


নিউজ ডেস্কঃ
নাটোর পৌর এলাকার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সোমবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না(৩২) এবং শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে শাহাদাৎ আলী(৩০)।

র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশনায় গতরাতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে উদ্ধার আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার

Natore-Kontho24 || নাটোর কন্ঠ ২৪


নিউজ ডেস্কঃ
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে এই ল্যাটিন আমেরিকান পরাশক্তি
বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টায় মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম থেকেই বেশ ডোমিনেট করে খেলতে থাকে লিওনেল মেসির দল। ম্যাচের ১৭ মিনিটে মেসির এসিস্ট থেকে গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর আর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৫ মিনিটে মার্কোস আকুনার এসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল 

ম্যাচের প্রথমার্ধেই আরব আমিরাতকে আউট প্লে করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে আরব আমিরাত যেখানে শট নিয়েছে মাত্র একটা, আর্জেন্টিনা সেখানে শট নিয়েছে ১২টি। আরব আমিরাতের কোনো শট অন টার্গেটে না থাকলেও আর্জেন্টিনা অন টার্গেটে শট ছিল ৬টি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো ডি পলের এসিস্ট থেকে গোল করেন জাওকুইন কোরেয়া। আর্জেন্টিনা এগিয়ে যায় ৫-০ গোলে। এরপর আরব আমিরাত ম্যাচে ফিরতে চেষ্টা করলেও লাভ হয়নি। তবে আর্জেন্টিনাও আর গোলের সন্ধান পায়নি। ফলে দ্বিতীয়ার্ধ শেষে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।





নিজেরা না খেয়ে পথশিশুদের ও ক্ষুদার্ত ব্যাক্তির মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

নিজেরা না খেয়ে পথশিশুদের ও ক্ষুদার্ত ব্যাক্তির মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

Natore-Kontho24 || নাটোর কন্ঠ ২৪

ছবিঃ নাটোর কন্ঠ ২৪

নিজেরা না খেয়ে বা কম খেয়ে হলেও পথশিশুদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলে ওরা ভীষণ তৃপ্তি অনুভব করে। নিজেরা সবাই নানা সমস্যায় জর্জরিত পরিবারের সদস্য হলেও পথশিশুদের বা পথে থাকা মানুষদের অনাহারে থাকা মুখগুলো তাদের কষ্ট দেয়। অনাহারে কষ্ট পাওয়া মানুষের চাহনি ওদের কচি মনে ঝড় তোলে, তাই সংঘবদ্ধ হয় কিছু একটা করার জন্য।

এমনই উদ্যোগে গড়ে ওঠে নেক্সট জেনারেশন বাংলাদেশ (এন জি বিডি) নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সিলেট বর্নাত্যদের মাঝে সাহায্য নিয়ে হাজির হন এনজিবিডিয়ান'রা

নিজেদের খরচের টাকা বাঁচিয়ে, বাহিরে চা নাস্তা বাদ দিয়ে সবাই মিলে কিছু টাকা যোগাড় হলেই ছুটে যায় নানা জায়গায় অনাহারির মুখে খাবার তুলে দিতে। জেলায় জেলায় ঘুরে ওরা রান্না করা খাবার সহ নানা সাহায্য সামগ্রি বিতরণ করেন।

এন জি বিডি নাটোর টিম এর ইফতারি ইভেন্ট-২০২২

সংগঠনের প্রতিষ্ঠাতা রেডিও জকি ও তরুণ লেখক শরিফা সুহাসিনী বলেন, সামান্য এক প্যাকেট খাবার হাতে পেয়ে অনাহারির মুখে যে প্রশান্তির হাসি দেখতে পাওয়া যায় পৃথিবীতে এর চেয়ে সেরা আনন্দের আর কিছুই নেই।

শোভা ও শ্রেয়াসহ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে করোনার আগে যাত্রা শুরু হলেও এখন সংগঠনের পরিসর বৃদ্ধি পেয়েছে। দেশের ১১ জেলায় তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত হয়েছে।

আয়োজক তরুণ শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই শিক্ষার্থী, বেশি ব্যয় করার সাধ্য নেই। তবুও নিজেদের সীমিত সাধ্যে অন্তত এক বেলা অনাহারীর মুখে আহার তুলে দিতেই এই প্রচেষ্ঠা।

নেক্সট জেনারেশন বাংলাদেশ এ আপনি যুক্ত হতে পারেন একজন গর্বিত  ভলেন্টিয়ার হিসেবে...


সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদদ্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদদ্য গ্রেপ্তার

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


গতকাল রাতে নাটোরের লালপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রবিন আলী (২১), শাকিব খান (২২) এবং মোঃ রেজোয়ান ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রন্সন্যাশনাল ক্রাইম ইউনিট। 

আটককৃতদের মধ্যে শাকিব খান এবং মোঃ রেজোয়ান ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গ্রেফতারের সময় আটককৃতদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত ০৭ (সাত) টি মোবাইল ফোন এবং ০৭ (সাত) টি সিম কার্ড জব্দ করা হয় ।
তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও ম্যাসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন। এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেন। 

উল্লেখ্য ডিসি সাইবার ক্রাইম আ.ফ.ম. আল কিবরিয়া, পিপিএম এর সার্বিক তত্বাবধায়নে সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সিটি-সাইবার,ডিএমপি থেকে জানানো হয়,
নাটোরের লালপুর ভিত্তিক একটা নেক্সাস তৈরি হয়েছে এহেন অপকর্মের। সেখানকার অনেক কেই সনাক্ত করেছে সিটি-সাইবার, ডিএমপি। অচিরেই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে। সিটি-সাইবার পরামর্শ দেয় যে, কোনভাবেই মোবাইল বা ইমো তে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না। সচেতনতাই সাইবার নিরাপত্তার ভিত্তি।
নাটোরে শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

নাটোরে শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ




নাটোরে রাহুল হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের গোদাই রেল ব্রিজের কাছে রেল লাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাহুল হোসেন সদর উপজেলার মদন হাট গ্রামের বেলাল হোসেনের ছেলে ও এসএসসি পরিক্ষার ফল প্রত্যাশী। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, রোববার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি রাহুল । আজ দুপুর ১২ টার দিকে গোদাই রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এ সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাহুলের মরদেহটি শনাক্ত করে। প্রাথমিক ভাবে নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারন জানাতে পারেননি পুলিশ। মরদেহটি রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে পড়ে থাকায় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করছেন তারা। মরদেহটি রেললাইনের ধারে পড়ে থাকায় সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, এটি হত্যা না রেল দূর্ঘটনাজনিত মৃত্যু ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

©সংগৃহীত

রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

বড়াইগ্রামের মানিকপুর বিশ্বরোড এলাকায় মোটরসাইকেল ও পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষ-নিহত ১ 


নিউজ ডেস্কঃ

বড়াইগ্রাম মানিকপুর বাজার সংলগ্ন বিশ্বরোড এলাকায় মোটরসাইকেল ও পিকআপ এর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। 

নিহতের নাম মোঃ আব্দুর রহমান তিনি গুরুদাশপুর মোহরি অফিসের একজন মোহরি, পরিচয় নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানা পুলিশ



রবিবার (৬ নভেম্বর) বেলা আনুমানিক ৩ঃ১৫ তে বড়াইগ্রাম মানিকপুর বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহি মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যাক্তির মটরসাইকেল

জানা যায়, মোটর সাইকেল টি রাস্তা পারাপার এর সময় দ্রুত গতির পিক-আপ সরাসরি মোটর সাইকেল এ ধাক্কা দেয় তখন মোটর সাইকেল টি সেখানে দুমড়ে-মুচড়ে গিয়ে ১ জন নিহত হয়। নিহত ব্যাক্তির নাম আব্দুর রহমান তিনি আহম্মেদপুর কইডিমা এলাকার বাসিন্দা তার বয়স আনুমানিক ৪৪ বছর তিনি গুরুদাশপুর মোহরি অফিসে কর্মরত ছিলেন। 



খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে যায় ।

শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি

সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


শতবর্ষী অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেছেন তারই ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে নাটোরের সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামে। পাঁচ সন্তানের মা হলেও ফেলা যাওয়া তারা বানুর দায়িত্ব নিয়েছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। শুক্রবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।


জানা যায়, তিন ছেলের নিজস্ব বাড়ি ও জমিজমা থাকার পরও তারা কেউ মায়ের দায়িত্ব না নিলে অন্ধ তারা বানু পাশের গ্রামে তার বড় মেয়ে রায়লা বেগমের বাড়িতে থাকতেন। বড় মেয়ে-জামাই তার বয়স্ক ভাতার টাকা দেয়ায় রেগে যান ছোট দুই ছেলে ও বড় ছেলের ঘরের দুই নাতি। সবাই বয়স্ক ভাতার সমান ভাগ পেতে পর্যায়ক্রমে মাকে রাখার সিদ্ধান্ত নেন। অক্টোবর মাসে বৃদ্ধা ছিলেন ছোট ছেলে আজাদের সংসারে। নভেম্বর মাসের দুই তারিখ পার হয়ে গেলেও বড় ছেলে মাকে নিতে না যাওয়ায় বুধবার রাতে আজাদ তার অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যান।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জোর করে তার বড় ছেলে মানিকের বাড়িতে তাকে দিয়ে আসলে বৃদ্ধাকে রাতে বাড়ির গোয়াল ঘরে থাকতে দেয়া হয়। এমন খবর পেয়ে বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

শামীম আহমেদ সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিবকে বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার কাছে পাঠিয়ে তাকে তার মেয়ের বাড়িতে রেখে খাবারের ব্যবস্থা নিশ্চিত করেন। এছাড়াও নগদ ৫ হাজার টাকা সহায়তা এবং শীতের কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বৃদ্ধাকে সহায়তার ব্যবস্থা করেছেন।



জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ


জেলা প্রশাসক ঢাকা পোস্টকে জানান, শতবর্ষী বৃদ্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যাওয়ার বিষয়টি অবগত হওয়ার পরে শুক্রবার সকালে সহকারি কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের মাধ্যমে ওই বৃদ্ধার নিকট নগদ ৫ হাজার টাকা ও শীতের কাপড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া বৃদ্ধার জন্য প্রতিমাসে খাওয়া-পড়া বাবদ প্রয়োজনীয় সকল জিনিসপত্র সরবরাহ করা হবে। এছাড়া ছেলেরা ওই বৃদ্ধার দায়িত্ব না নেওয়ায় এবং যেহেতু বৃদ্ধা তার মেয়ের কাছে থাকতে চান সেজন্য তাকে দেখভালের জন্য মেয়ে রায়লা বেগমের কাছে রাখা হয়েছে। এখন থেকে মেয়ে সে মায়ের দেখাশোনা করবেন।

এছাড়াও তিনি শুক্রবার ( ৪ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'শতবর্ষী অন্ধ তারা বানুকে তার সন্তানেরা রাতের আঁধারে রাস্তায় ফেলে দেয়। জেলা প্রশাসন, নাটোর আন্তরিকতার সাথে এই মায়ের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধিদের যারা সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।'

এসময় অনেকেই কমেন্টের মাধ্যমে ডিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানায়।

তাপস কুমার/আরকে

©Dhakapost.com
৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


নিউজ ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে ৭৫ বছরের এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র জানায়, দুই বছর আগে বাড়ি নির্মাণের সময় ওই নারীকে যৌন হয়রানি করেন হচ্ছে। রাজমিস্ত্রী আলম। তখন থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে আটক করে। পরে এ ধরনের কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এরপর কয়েকদিন আগে

রাত ১০টার দিকে ওই নারীর ঘরে ঢুকে লুকিয়ে থাকেন আলম হোসেন। বৃদ্ধা বুঝতে পেরে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এরপর থেকে আলম রাতের বেলা ওই নারীর ঘরে চালের ঢিল ছুড়ে আসছেন।

ওই নারী বলেন, 'আমি আলম হোসেনের হয়রানি থেকে মুক্তি ও তাঁর কর্মকাণ্ডের বিচার চাই।” অভিযুক্ত আলম হোসেন বলেন, 'আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে মিথ্যা অভিযোগ করা

বড়াইগ্রাম থানার পরিদর্শক আৰু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আপনার ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে ইমেইল করুন natorekontho24@gmail.com 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বাগাতিপাড়ায় টাকা চুরি করে ধরা খেয়ে মুচলেকায় ছাড়া পেল চোর!

বাগাতিপাড়ায় টাকা চুরি করে ধরা খেয়ে মুচলেকায় ছাড়া পেল চোর!

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


নিউজ ডেস্কঃ

নাটোরের বাগাতিপাড়ায় ১ নং পাঁকা ইউনিয়নের চকতকি নগর গ্রামের জাহাঙ্গীর নামে এক ব্যাক্তি বাড়িতে চুরি করতে ঢুকে ওই গ্রামের লালনের ছেলে শাকিব। পরে তাকে হাতেনাতে ধরে জাহাঙ্গীর স্ত্রী হেনা বেগম।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঘটে এই ঘটনা।


জাহাঙ্গীর ও এলাকাবাসী জানান, হাতেনাতে টাকা চুরির ঘটনায় শাকিবকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় এবং তাকে বারবার জিজ্ঞেস করা হয় সে টাকা চুরি করেছে কিনা। প্রথমে অস্বীকার করলেও একটু উত্তম মাধ্যম দিলে সে টাকা জাহাঙ্গীরের ঘরের বড় বাক্স থেকে ৫ হাজার টাকা চুরি করার কথা স্বীকার করে। পরে আটক শাকিবের পরিবারের সদস্যরা স্থানীয় মাথা মুরব্বিদের মাধ্যমে জাহাঙ্গীরের সাথে সমঝোতা করে দেয়। এ সময় শাকিবের কাছে থেকে একটা মুচলেকা নিয়ে ওই ৫ হাজার টাকা ফেরত সহ তাকে ছেড়ে দেওয়া হয়।
বড়াইগ্রামের মাহফিলে প্রধান বক্তা আবু তোহা মুহাম্মদ আদনান

বড়াইগ্রামের মাহফিলে প্রধান বক্তা আবু তোহা মুহাম্মদ আদনান

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


নাটোরের বড়াইগ্রাম জোনাইল ডিগ্রি কলেজ এ কলেজ পাড়া যুব সমাজ এর উদ্যোগে আয়োজন করা হয়েছিলো এক বিশাল ওয়াজ মাহফিল।  মাহফিল এ প্রধান বক্তা ছিলেন বর্তমান সময়ের বহুল আলোচিত বক্তা আবু তোহা আদনান

 

জালসায় হাজার হাজার ভক্ত প্রান মুসলিম এর দেখা মিলেছে যায়গা দিতে গিয়ে হিম-সিম খেয়েছে জালসা আয়োজক কমিটি 




মাহফিল এর ভিডিও চিত্র