বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান


শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ডটি  তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি এস.এম.মজিবুর রহমান। 

স্থানঃ চিংড়ী চাইনিজ রেস্টুরেন্টে কাটাবন মোড় ঢাকা। তারিখঃ ২৮/১০/২০২২ খ্রীঃ


দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


বড়াইগ্রামের কুমরুল গ্রামে চকলেটের প্রলোভনে সাত ও আট বছর বয়সি দুই শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়াজীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বনপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধনে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন, কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহীন আলম ও মুসা মুন্সিসহ নির্যাতিত দুই শিশুর বাবা বক্তব্য দেন। বক্তারা বলেন, রফিকুল ইসলাম চকলেট দেওয়ার কথা বলে দুই শিশুকে ডেকে বাড়ির স্টোররুমে নিয়ে গিয়ে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি এবং অভিযুক্তকে আটক করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Natore-Kontho24 


পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিস্তারিত,
===============================
নাটোরের গুরুদাসপুরে গনেশ চন্দ্র মুন্ডারী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আদিবাসী এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বসলেও অভিযুক্ত প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় বিচার না পেয়ে এখনও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত পুলিশ সদস্য গণেশ চন্দ্র মুন্ডারী নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃগরিলা এলাকার মৃত সুধির মুন্ডারীর ছেলে। প্রাথমিকভাবে গণেশ বগুড়া রেঞ্জের অধীনে ব্যাটালিয়ন পুলিশ সদস্য হিসেবে পাবনার রুপপুর ইপিজেড এলাকায় কর্মরত আছে বলে একটি সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় তিন-সাড়ে তিন বছর আগে গণেশ মুন্ডারীর সাথে একই উপজেলার ধানুড়া কোলা গ্রামের এক আদিবাসী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে। পরে তাদের সম্পর্ক আরো গভীর হলে অভিযুক্ত গনেশ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে শারীরিক সম্পর্ক করার সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, আপত্তিকর অবস্থায় আটকের পর গনেশ ভুক্তভোগীর পরিবারকে ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং কোন প্রকার অভিযোগ না করার অনুরোধ করে। এছাড়া মেয়ের সুখের কথা চিন্তা করে সর্বশেষ পুলিশের নিয়োগের সময় গনেশকে ৩ লক্ষ টাকা দেয় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। কিন্তু পুলিশের চাকরি পাওয়ার পর গনেশ ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে থানায় অভিযোগ করতে গেলে সে সময় অভিযোগ নেয়নি বলে দাবি করেন ভুক্তভোগী মেয়ের বাবা। এ অবস্থায় উপযুক্ত বিচারের পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছে দরিদ্র ভুক্তভোগী ও তার পরিবার। এছাড়া মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অসম্মান নিয়ে নাজেহাল অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন তারা।

ভুক্তভোগী মেয়ের বাবা ও মা জানান, গনেশ আমার মেয়ের সাথে প্রতারণা করেছে। তার জীবন ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রশাসনের সহযোগীতা চেয়েও পাচ্ছি না। এই অবস্থায় আমি সঠিক বিচার চাই।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে গনেশ আমার সাথে ভালবাসার অভিনয় করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে। চাকরী পাওয়ার পরে সে এখন আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। এর সঠিক বিচার প্রার্থনা করছি।

প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে গণেশকে ওই ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। সেসময় গনেশ কান্নাকাটি করে এবং চাকুরী হারানোর অনেক আকুতি ও বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি ওই সময় থানা পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত গনেশ চন্দ্র মুন্ডারীর সাথে তার নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

© জাগো নাটোর ২৪

শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট নির্মান শ্রমিকের মৃত্যু

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট নির্মান শ্রমিকের মৃত্যু

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট নির্মান শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি

 
প্রতিকি ছবি


নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শাকিল হোসেন (২৫) নামে নির্মাণ শ্রমিক এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পৌর সদরের তালুকদার পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী শাকিল চাঁচকৈড় মধ্যমপাড়ার শবিদুল ইসলামে ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

বিজ্ঞাপন



 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শাকিল পৌর সদরের তালুকদার পাড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলো। একপর্যায়ে নির্মাণাধীন তিনতলায় বাঁশ বেয়ে উঠার সময় বৈদ্যুতিক তারের স্পর্শে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা

প্রতিবেদক - রাকিবুল হাসান রাফি 

তারিখঃ- ১৯/০৮/২০২২

ছবি- রাকিবুল হাসান



বিস্তারিতঃ-

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শোকের মাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় । তার মধ্যে অন্যতম, আজ ১৯ আগস্ট, শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি ।

শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপনে অংশ নিয়েছেন ইঞ্জিঃ আজাদ বারি


ছুটির দিনের এই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ । 

এদিন বৃক্ষরোপণ এর পাশাপাশি ১৫ আগস্ট এ নিহত হওয়া জাতির পিতা ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 


শিক্ষার্থীদের সাথে প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জি: মোঃ আবুল কালাম আজাদ বলেন, " আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই । শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ অনুসরণ করে দেশকে গড়ে তুলবে ।"

বাগান পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন, " আমরা শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্বন্ধে জানাচ্ছি, তার আদর্শ অনুসরণ করার কথা বলছি । কারণ তারা যেনো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, বিপথে না যায়, দেশের সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে।"

#নাটোর_কন্ঠ২৪ 
#বৃক্ষরোপন 
#শোক_দিবস

বুধবার, ১৭ আগস্ট, ২০২২

নাটোরে ৬টি দোকানে চুরি

নাটোরে ৬টি দোকানে চুরি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

নাটোরে ৬টি দোকানে চুরি

প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি
তারিখ- ১৭/০৮/২০২২

বিস্তারিত - 

নাটোর শহরের কমলা সুপার মার্কেটে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোররা মালামাল না নিলেও দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা লুট করেছে।

পুলিশ ও ভুক্তভোগিরা জানান, আজ বুধবার ভোরে শহরের প্রাণকেন্দ্র কমলা সুপার মার্কেটে দু’জন চোর ৬টি দোকানের সাটার কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে মধু স্টেশনারীর ৩হাজার, হাসমত স্টেশনারী থেকে ৬৫হাজার, সবুজ স্টেশনারী থেকে ৩০হাজার, সেলিম ও শামীম স্টেশনারী থেকে ৪হাজার এবং সেন্টু স্টেশনারী দোকান থেকে ৪হাজার টাকা লুট করে নেয়।


এছাড়া উত্তরা সুপার মার্কেটে সৈকত চৌধুরির দুটি দোকানের সাটার কেটে প্রবেশে ব্যার্থ হয় তারা।
পুলিশ চোরদের সনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। পরে খবর পাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। খুব দ্রুত সংঘবদ্ধ চোরদের আটকের চেস্টা চলছে বলে জানান তিনি

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নাটোরে শিক্ষিকার আত্মহত্যা নাকি হত্যা?

নাটোরে শিক্ষিকার আত্মহত্যা নাকি হত্যা?

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস।

প্রতিবেদকঃ- রাকিবুল হাসান রাফি

তারিখঃ- ১৪/০৮/২০২২

ছবি- সংগৃহীত

বিস্তারিত -


কলেজ ছাত্রকে বিয়ে করে ভাইরাল শিক্ষিকা নাহারের আত্মহত্যা॥ স্বামী মামুন আটক

নাটোরে ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিক্ষিকা খাযরুন নাহার (৪০) আত্মহত্যা করেছেন। রোববার ভোররাতে নাটোর শহরের বলারীপাড়ার ভাড়া বাসার চারতলায় তিনি আত্মহত্যা করেন। তবে হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হতে ভবনের অন্য বাসিন্দারা স্বামী মামুনকে আটক করে রেখেছে। মামুন-নাহার দম্পতি নাটোর শহরের বলারীপাড়ার হাজী নান্নু মোল্লা ম্যানশনের চারতলায় ভাড়া থাকতেন।

 কিনুন- সুহাসীনি


ভবনের বাসিন্দা ও এলাকাবাসী জানান, রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানান, তার স্ত্রী খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার শেষ রাতে আত্মহত্যা করেছেন।

 লোকজন তার বাসায় গিয়ে খায়রুন নাহারের লাশ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ হওয়ায় তারা মামুন বাসার মধ্যে আটকে পুলিশে খবর দেন।

 সহকারী অধ্যাপক খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো.খয়ের উদ্দিনের মেয়ে। তার স্বামী মামুন হোসেন একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামেরর মোহাম্মদ আলীর ছেলে ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে ছয় মাসের প্রেমের পর স্বামী পরিত্যক্তা এক ছেলের জননী খায়রুন নাহার গত বছরের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর গত জুলাই মাসে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়।




নাটোর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তারা তদন্ত শুরু করেছেন। তদন্ত ও লাশের ময়নাতদন্ত হলে এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টিকেনি। তারপর কেটে যায় অনেক দিন। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে।


শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

বাস চাপায় নিহত বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ

বাস চাপায় নিহত বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ আর নেই (৩৬)

প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি



বিস্তারিত 

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ (৩৬) বাস চাপায় নিহত হয়েছেন জানা যায় শুক্রবার উপজেলার বনপাড়া হারোয়া মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়


বিজ্ঞাপন -


শুন্দর এই ঘড়ি গুলা পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো দামে
 সুহাসিনীর আউটলেট এ

কিনতে যোগাযোগ করুন- সুহাসিনী


 রাফি পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

আপনার প্রতিষ্ঠান এর জন্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন -

Website Admin- 01763752653 


রাত ১২টার পর থেকে ডিজেল ১১৪ টাকা, পেট্রোল ১৩০

রাত ১২টার পর থেকে ডিজেল ১১৪ টাকা, পেট্রোল ১৩০

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

আজ শুক্রবার রাত ১২টার পর থেকে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রতিবেদক - রাকিবুল হাসান রাফি


প্রতিকি ছবি
বিস্তারিতঃ-

এ হিসেবে ভোক্তা পর্যায়ে ডিজেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা লিটার। কেরোসিন ১১৪ টাকা লিটার। অকটেন ১৩৫ টাকা লিটার ও পেট্টোল ১৩০ টাকা লিটার হবে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। 


বিজ্ঞাপন -
এই শুন্দর শাড়িটি পাওয়া যাচ্ছে সুহাসিনীর আউটলেট এ
আরোও জানুন - সুহাসিনী



যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা এডজাস্টমেন্টে যেতে হচ্ছে। ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনঃবিবেচনা করা হবে


আপনার প্রতিষ্ঠান বা ব্যাক্তির বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন আমাদের সাথে

মোবাইল নম্বর- ০১৭৬৩৭৫২৬৫৩

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বড়াইগ্রামে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

বড়াইগ্রামে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ 

বড়াইগ্রামে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজেস্ব প্রতিবেদক - রাকিবুল হাসান রাফি

তারিখ- ০৪/০৮/২০২২

বিস্তারিত -

নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপে নিজের গলাকেটে ও হারপিক পান করে শরীফুল ইসলাম সোহেল (৩৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।সোহেল নতুনবাজার এলাকার গাজী আহমুদুল্লার ছেলে। তিনি বনপাড়া বাজারে মোবাইল ফোনের ব্যবসা করতেন।



বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে সোহেলের মা টিউবয়েল থেকে পানি নিতে বের হয় এবং বাবা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। এসময় সোহেল নিজ বাড়ির দোতলায় মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার মা বাইরে থেকে গোঙানোর শব্দ শুনে প্রতিবেশিদের ডাকেন। পরে তারা এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সোহেলকে মেঝেতে পড়ে গোঙাতে এবং বিছানার উপর বটি ও পাশে একটি হারপিকের বোতল পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় আমিনা হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন -

আরোও জানুন- সুহাসিনী আউটলেট

ওসি আরও জানান, বাবা-মায়ের সাথে একই বাড়িতে থাকলেও সোহেল আলাদাভাবে সংসার চালাতেন। একসময় পারিবারিক কলহের জের ধরে নিজবাড়ি ছেড়ে পাশ্ববর্তী মোবারকের বাসায় ভাড়াও উঠেছিলেন। ১৫দিন আগে আবার নিজবাড়িতে ফিরে আসেন।সোহেলের বাবা গাজী আহমদুল্লাহ জানান, তার এক ছেলে তিন মেয়ে। সবাই বিবাহিত। সোহেলের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে। ছেলের মোবাইলের ব্যবসা আর তার হারবাল ওষুধের দোকান আছে।



সোহেলের বাবা আরও জানান, ছেলে আলাদাভাবে সংসার চালাতো। মাঝে রাগারাগি করে ভাড়া বাসায় উঠেছিল। আবার নিজ বাড়িতে ফিরে এসে সোহেল জানায় তার ৩০ লাখ টাকা ঋণ হয়েগেছে। ঋণ পরিশোধের জন্য পাওনাদাররা চাপ দিচ্ছে। ছেলের ঋণ পরিশোধের জন্য তিনি জমিও বিক্রি করতে চেয়েছিলেন। তার ধারণা, ঋণের চাপে সোহেল আত্মহত্যা করেছে।  



বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন,সোহেলের ৭ম ও ৫ম শ্রেণিতে পড়ুয়া দুই ছেলে এবং ৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ঠিক কেন এমন হলো বোঝা যাচ্ছে না।অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আপত দৃষ্টিতে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবু সিআইডির ফরেনসিক ইউনিটকে ডাকা হয়েছে। তারা গলাকাটার কাজে ব্যবহৃত বটি ও অন্যান্য আলাম সংগ্রহ করে রিপোর্ট দেবেন। লাশের ময়না তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে সোহেলের মৃত্যুর কারণ নিয়ে মন্তব্য করা যাবে।

নাটোর কন্ঠ ২৪