বড়াইগ্রাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বড়াইগ্রাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

বড়াইগ্রামের মানিকপুর বিশ্বরোড এলাকায় মোটরসাইকেল ও পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষ-নিহত ১ 


নিউজ ডেস্কঃ

বড়াইগ্রাম মানিকপুর বাজার সংলগ্ন বিশ্বরোড এলাকায় মোটরসাইকেল ও পিকআপ এর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। 

নিহতের নাম মোঃ আব্দুর রহমান তিনি গুরুদাশপুর মোহরি অফিসের একজন মোহরি, পরিচয় নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানা পুলিশ



রবিবার (৬ নভেম্বর) বেলা আনুমানিক ৩ঃ১৫ তে বড়াইগ্রাম মানিকপুর বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহি মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যাক্তির মটরসাইকেল

জানা যায়, মোটর সাইকেল টি রাস্তা পারাপার এর সময় দ্রুত গতির পিক-আপ সরাসরি মোটর সাইকেল এ ধাক্কা দেয় তখন মোটর সাইকেল টি সেখানে দুমড়ে-মুচড়ে গিয়ে ১ জন নিহত হয়। নিহত ব্যাক্তির নাম আব্দুর রহমান তিনি আহম্মেদপুর কইডিমা এলাকার বাসিন্দা তার বয়স আনুমানিক ৪৪ বছর তিনি গুরুদাশপুর মোহরি অফিসে কর্মরত ছিলেন। 



খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে যায় ।

শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

৭৫ বছরের নারীকে ‘যৌন হয়রানি’

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


নিউজ ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে ৭৫ বছরের এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র জানায়, দুই বছর আগে বাড়ি নির্মাণের সময় ওই নারীকে যৌন হয়রানি করেন হচ্ছে। রাজমিস্ত্রী আলম। তখন থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে আটক করে। পরে এ ধরনের কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এরপর কয়েকদিন আগে

রাত ১০টার দিকে ওই নারীর ঘরে ঢুকে লুকিয়ে থাকেন আলম হোসেন। বৃদ্ধা বুঝতে পেরে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এরপর থেকে আলম রাতের বেলা ওই নারীর ঘরে চালের ঢিল ছুড়ে আসছেন।

ওই নারী বলেন, 'আমি আলম হোসেনের হয়রানি থেকে মুক্তি ও তাঁর কর্মকাণ্ডের বিচার চাই।” অভিযুক্ত আলম হোসেন বলেন, 'আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে মিথ্যা অভিযোগ করা

বড়াইগ্রাম থানার পরিদর্শক আৰু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আপনার ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে ইমেইল করুন natorekontho24@gmail.com 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দুই শিশুকে পাশবিক নির্যাতন বড়াইগ্রামে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


বড়াইগ্রামের কুমরুল গ্রামে চকলেটের প্রলোভনে সাত ও আট বছর বয়সি দুই শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়াজীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বনপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধনে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন, কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহীন আলম ও মুসা মুন্সিসহ নির্যাতিত দুই শিশুর বাবা বক্তব্য দেন। বক্তারা বলেন, রফিকুল ইসলাম চকলেট দেওয়ার কথা বলে দুই শিশুকে ডেকে বাড়ির স্টোররুমে নিয়ে গিয়ে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি এবং অভিযুক্তকে আটক করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা

প্রতিবেদক - রাকিবুল হাসান রাফি 

তারিখঃ- ১৯/০৮/২০২২

ছবি- রাকিবুল হাসান



বিস্তারিতঃ-

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শোকের মাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় । তার মধ্যে অন্যতম, আজ ১৯ আগস্ট, শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি ।

শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপনে অংশ নিয়েছেন ইঞ্জিঃ আজাদ বারি


ছুটির দিনের এই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ । 

এদিন বৃক্ষরোপণ এর পাশাপাশি ১৫ আগস্ট এ নিহত হওয়া জাতির পিতা ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 


শিক্ষার্থীদের সাথে প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জি: মোঃ আবুল কালাম আজাদ বলেন, " আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই । শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ অনুসরণ করে দেশকে গড়ে তুলবে ।"

বাগান পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন, " আমরা শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্বন্ধে জানাচ্ছি, তার আদর্শ অনুসরণ করার কথা বলছি । কারণ তারা যেনো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, বিপথে না যায়, দেশের সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে।"

#নাটোর_কন্ঠ২৪ 
#বৃক্ষরোপন 
#শোক_দিবস

শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

বাস চাপায় নিহত বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ

বাস চাপায় নিহত বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ আর নেই (৩৬)

প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি



বিস্তারিত 

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার সিপাহী ফিরোজ আহমেদ (৩৬) বাস চাপায় নিহত হয়েছেন জানা যায় শুক্রবার উপজেলার বনপাড়া হারোয়া মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়


বিজ্ঞাপন -


শুন্দর এই ঘড়ি গুলা পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো দামে
 সুহাসিনীর আউটলেট এ

কিনতে যোগাযোগ করুন- সুহাসিনী


 রাফি পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

আপনার প্রতিষ্ঠান এর জন্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন -

Website Admin- 01763752653 


বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বড়াইগ্রামে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

বড়াইগ্রামে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ 

বড়াইগ্রামে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজেস্ব প্রতিবেদক - রাকিবুল হাসান রাফি

তারিখ- ০৪/০৮/২০২২

বিস্তারিত -

নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপে নিজের গলাকেটে ও হারপিক পান করে শরীফুল ইসলাম সোহেল (৩৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।সোহেল নতুনবাজার এলাকার গাজী আহমুদুল্লার ছেলে। তিনি বনপাড়া বাজারে মোবাইল ফোনের ব্যবসা করতেন।



বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে সোহেলের মা টিউবয়েল থেকে পানি নিতে বের হয় এবং বাবা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। এসময় সোহেল নিজ বাড়ির দোতলায় মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার মা বাইরে থেকে গোঙানোর শব্দ শুনে প্রতিবেশিদের ডাকেন। পরে তারা এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সোহেলকে মেঝেতে পড়ে গোঙাতে এবং বিছানার উপর বটি ও পাশে একটি হারপিকের বোতল পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় আমিনা হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন -

আরোও জানুন- সুহাসিনী আউটলেট

ওসি আরও জানান, বাবা-মায়ের সাথে একই বাড়িতে থাকলেও সোহেল আলাদাভাবে সংসার চালাতেন। একসময় পারিবারিক কলহের জের ধরে নিজবাড়ি ছেড়ে পাশ্ববর্তী মোবারকের বাসায় ভাড়াও উঠেছিলেন। ১৫দিন আগে আবার নিজবাড়িতে ফিরে আসেন।সোহেলের বাবা গাজী আহমদুল্লাহ জানান, তার এক ছেলে তিন মেয়ে। সবাই বিবাহিত। সোহেলের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে। ছেলের মোবাইলের ব্যবসা আর তার হারবাল ওষুধের দোকান আছে।



সোহেলের বাবা আরও জানান, ছেলে আলাদাভাবে সংসার চালাতো। মাঝে রাগারাগি করে ভাড়া বাসায় উঠেছিল। আবার নিজ বাড়িতে ফিরে এসে সোহেল জানায় তার ৩০ লাখ টাকা ঋণ হয়েগেছে। ঋণ পরিশোধের জন্য পাওনাদাররা চাপ দিচ্ছে। ছেলের ঋণ পরিশোধের জন্য তিনি জমিও বিক্রি করতে চেয়েছিলেন। তার ধারণা, ঋণের চাপে সোহেল আত্মহত্যা করেছে।  



বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন,সোহেলের ৭ম ও ৫ম শ্রেণিতে পড়ুয়া দুই ছেলে এবং ৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ঠিক কেন এমন হলো বোঝা যাচ্ছে না।অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আপত দৃষ্টিতে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবু সিআইডির ফরেনসিক ইউনিটকে ডাকা হয়েছে। তারা গলাকাটার কাজে ব্যবহৃত বটি ও অন্যান্য আলাম সংগ্রহ করে রিপোর্ট দেবেন। লাশের ময়না তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে সোহেলের মৃত্যুর কারণ নিয়ে মন্তব্য করা যাবে।

নাটোর কন্ঠ ২৪

রবিবার, ৩১ জুলাই, ২০২২

‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’, শিক্ষক-ছাত্রের যে প্রেম পেলো পরিণতি

‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’, শিক্ষক-ছাত্রের যে প্রেম পেলো পরিণতি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ফেসবুকে প্রেম, কলেজের শিক্ষিকাকে বিয়ে করলেন ছাত্র

নিজেশ্ব প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি


ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। ৬ মাস প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি। তবে বর্তমানে তার নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টিকেনি। তারপর কেটে যায় অনেক দিন।


এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে।




খাইরুন নাহার বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই। সে সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি।


এদিকে মামুন বলেন, মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া চাই।

- আরোও নতুন খবর পেতে শেয়ার করে পাশে থাকুন
#নাটোর কন্ঠ ২৪


মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

বড়াইগ্রামে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৫

বড়াইগ্রামে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৫

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ বড়াইগ্রাম 



বড়াইগ্রাম এ একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৫


বড়াইগ্রামে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর ও রয়না মহল্লাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুকুরে কামড় ও আক্রমণে আহতের সংখ্যা বাড়ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, মঙ্গলবার কুকুরের কামড়ে আহত হয়ে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তিনটি গ্রামের আহতরা হাসপাতালে এসেছেন। কুকুরের কামড়ে কারো হাত, কারো পা ও মুখে ক্ষত হয়েছে। এছাড়া অবশিষ্টরা বিভিন্ন ক্লিনিকসহ সরাসরি নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে মামুদপুর গ্রামের মোবারক হোসেন (৫০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, ভরতপুর গ্রামের ইমন (১২), ফুলজান বেগম (৪৫), হাফেজা বেগম (৪২), সাইফুল ইসলাম (১৭) ও বাগডোব গ্রামের রোকেয়া বেগম (৫৫), রয়না গ্রামের শ্রী সুবোধ সরকার (৬৫) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভরতপুর গ্রামের তুলা বেগম (৫০), কাওসার আলী (১০), শহীদুল ইসলাম (৬০), সোয়াদ (১২), রয়না গ্রামের আঞ্জুয়ারা বেগম (৬২) ও মামুদপুর গ্রামের হিমু খাতুন (১২) কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আরো দু’জন কুকুরের কামড়ে আহত হয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম বলেন, সকাল থেকেই কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসছে। কিন্তু আমাদের কাছে জলাতঙ্ক রোগের টিকা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আহতদের কেউ কেউ বাইরের দোকান থেকে কিনে আবার কেউ নাটোর সদর হাসপাতালে গিয়ে টিকা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মারিয়াম খাতুন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান চালানো যাচ্ছে না। তবে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় এসব কুকুরকে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এছাড়া উপজেলা হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



শুক্রবার, ২০ মে, ২০২২

 শুরু হয়ে গেলো ভোটার তালিকা হালনাগাদ-২০২২

শুরু হয়ে গেলো ভোটার তালিকা হালনাগাদ-২০২২

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ




ভোটার তালিকা হালনাগাদ - 2022 ইং 

দেশব্যাপী আগামী 20.05.2022ইং থেকে পরবর্তী ৩ সপ্তাহ। 
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে ৷
 *** নতুন ভোটার হইতে যা যা লাগবে -
* জম্ম সাল ০১/০১/২০০৭ইং এর পূর্বে হতে হবে। 
* অনলাইন জম্ম নিবন্ধনের ফটোকপি।
* পিতা/মাতার আইডি NID ফটোকপি।
* স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি।
* শিক্ষা সনদের ফটোকপি। 
* রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট। 
* হোল্ডিং টেক্স রিসিটের ফটোকপি।

অনুসরনী বিষয়ঃ যাদের জম্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জম্ম সনদ অনলাইন করে নিতে যোগাযোগ করুন স্হানীয় ওয়ার্ড মেম্বার সাহেবদের সাথে, 
যাদের জন্ম সনদ অনলাইন আছে কিন্তু সার্টিফিকেটের সাথে মিল নেই, ভুল আছে তারা অতি দ্রুত সংশোধন করিবেন ৷

মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নাটোরের বড়াইগ্রাম এ ট্রাক উল্টে ২ জনের প্রানহানি

নাটোরের বড়াইগ্রাম এ ট্রাক উল্টে ২ জনের প্রানহানি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ছবি নাটোর কন্ঠ ২৪


স্থানিয় সময় দুপুর ৩টা নাগাদ  উচ্চ গতি সম্পুর্ন একটি মালবাহী ট্রাক এসে উল্টে দেয় বড়াইগ্রাম থানা মোড় এ এতে ড্রাইভার এবং হেল্পার এর প্রানহানি হয়..... 

ঝুকি নিয়ে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং ড্রাইভার এর অসতর্ক তাই এর প্রধান কারন বলে জানান স্থানিয় আমাদের নিজস্ব প্রতিনিধি..  লাশ গুলো বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে

আসুন না একটু নিরাপদ হই, আমাদের সচেতনতাই পারে আমাদের মহা সড়ক কে নিরাপদ করে গরে তুলতে
একটি দূর্ঘটনা সারাজিবনের কান্না

নাটোর কন্ঠ ২৪

Natore Kontho 24 

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

বড়াইগ্রাম গুরুদাশ পুর এর তরমুজ সসা এখন সারাদেশে বিখ্যাত

বড়াইগ্রাম গুরুদাশ পুর এর তরমুজ সসা এখন সারাদেশে বিখ্যাত

নাটোরের বড়াইগ্রাম থানা ও গুরুদাশপুর থানার কৃষক এর ফলানো তরমুজ, বাংগি, সসা, মিষ্টি কুমরা এখন সারাদেশে বিখ্যাত হিয়ে উঠেছে.. 

ছবি সংগ্রহকৃত