গুরুদাসপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গুরুদাসপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Natore-Kontho24 


পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিস্তারিত,
===============================
নাটোরের গুরুদাসপুরে গনেশ চন্দ্র মুন্ডারী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আদিবাসী এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বসলেও অভিযুক্ত প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় বিচার না পেয়ে এখনও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত পুলিশ সদস্য গণেশ চন্দ্র মুন্ডারী নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃগরিলা এলাকার মৃত সুধির মুন্ডারীর ছেলে। প্রাথমিকভাবে গণেশ বগুড়া রেঞ্জের অধীনে ব্যাটালিয়ন পুলিশ সদস্য হিসেবে পাবনার রুপপুর ইপিজেড এলাকায় কর্মরত আছে বলে একটি সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় তিন-সাড়ে তিন বছর আগে গণেশ মুন্ডারীর সাথে একই উপজেলার ধানুড়া কোলা গ্রামের এক আদিবাসী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে। পরে তাদের সম্পর্ক আরো গভীর হলে অভিযুক্ত গনেশ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে শারীরিক সম্পর্ক করার সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, আপত্তিকর অবস্থায় আটকের পর গনেশ ভুক্তভোগীর পরিবারকে ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং কোন প্রকার অভিযোগ না করার অনুরোধ করে। এছাড়া মেয়ের সুখের কথা চিন্তা করে সর্বশেষ পুলিশের নিয়োগের সময় গনেশকে ৩ লক্ষ টাকা দেয় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। কিন্তু পুলিশের চাকরি পাওয়ার পর গনেশ ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে থানায় অভিযোগ করতে গেলে সে সময় অভিযোগ নেয়নি বলে দাবি করেন ভুক্তভোগী মেয়ের বাবা। এ অবস্থায় উপযুক্ত বিচারের পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছে দরিদ্র ভুক্তভোগী ও তার পরিবার। এছাড়া মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অসম্মান নিয়ে নাজেহাল অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন তারা।

ভুক্তভোগী মেয়ের বাবা ও মা জানান, গনেশ আমার মেয়ের সাথে প্রতারণা করেছে। তার জীবন ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রশাসনের সহযোগীতা চেয়েও পাচ্ছি না। এই অবস্থায় আমি সঠিক বিচার চাই।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে গনেশ আমার সাথে ভালবাসার অভিনয় করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে। চাকরী পাওয়ার পরে সে এখন আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। এর সঠিক বিচার প্রার্থনা করছি।

প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে গণেশকে ওই ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। সেসময় গনেশ কান্নাকাটি করে এবং চাকুরী হারানোর অনেক আকুতি ও বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি ওই সময় থানা পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত গনেশ চন্দ্র মুন্ডারীর সাথে তার নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

© জাগো নাটোর ২৪

শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট নির্মান শ্রমিকের মৃত্যু

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট নির্মান শ্রমিকের মৃত্যু

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট নির্মান শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি

 
প্রতিকি ছবি


নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শাকিল হোসেন (২৫) নামে নির্মাণ শ্রমিক এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পৌর সদরের তালুকদার পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী শাকিল চাঁচকৈড় মধ্যমপাড়ার শবিদুল ইসলামে ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

বিজ্ঞাপন



 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শাকিল পৌর সদরের তালুকদার পাড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলো। একপর্যায়ে নির্মাণাধীন তিনতলায় বাঁশ বেয়ে উঠার সময় বৈদ্যুতিক তারের স্পর্শে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

নাটোরের গুরুদাশপুর কৃষকের ঘরে ২৫ গোখরা সাপ

নাটোরের গুরুদাশপুর কৃষকের ঘরে ২৫ গোখরা সাপ

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

কৃষকের ঘরে ২৫ গোখরা সাপ



নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের ঘরে একটি মা সাপসহ ২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পৌর সদরের আনন্দনগর মহল্লার মৃত সাদেক আলীর ছেলে কৃষক সৈয়দ আলীর শয়ন ঘর থেকে সাপগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে কৃষক সৈয়দের স্ত্রী ঘরের মেঝেতে সাপের খোলস দেখতে পান। পরে স্থানীয়দের পরামর্শে বাজার থেকে কার্বনিক এসিড এনে শয়নঘরে রেখে দেন। বুধবার বিকেলে সাপের একটি বাচ্চা বের হতে দেখে আতংকিত হয়ে পড়েন ঘরের মানুষ। এরপর প্রতিবেশিদের সহযোগিতায় কোদাল ও সাবল দিয়ে মেঝে খুঁড়তে থাকলে একের পর এক গোখরা সাপের বাচ্চা বের হতে থাকে। একপর্যায় মা সাপটিও বের হয়। মা সাপটি বিষধর হওয়ায় স্থানীয়রা নিজেদের সুরক্ষার জন্য সেটিকে মেরে ফেলেন। মা সাপসহ ২৫টি গোখরা সাপের বাচ্চাকে পরে মাটি চাপা দেওয়া হয়।


কৃষক সৈয়দ আলী জানান, কয়েকদিন পূর্বে তার মেয়েকে রাতের আধাঁরে একটি সাপ কামড় দেয়। পরে বিষ নামানো হয়। যে সাপগুলো ঘরে পাওয়া গেছে সেগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, সাপ মারা অন্যায়। আতংকিত না হয়ে পরিবেশকর্মীদের অথবা স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে সাপগুলো উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া যেতো। কিন্তু সেটি করা হয়নি। তবে স্থানীয় লোকজনকে এ ব্যাপারে সর্তক করে দেওয়া হয়েছে

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

বড়াইগ্রাম গুরুদাশ পুর এর তরমুজ সসা এখন সারাদেশে বিখ্যাত

বড়াইগ্রাম গুরুদাশ পুর এর তরমুজ সসা এখন সারাদেশে বিখ্যাত

নাটোরের বড়াইগ্রাম থানা ও গুরুদাশপুর থানার কৃষক এর ফলানো তরমুজ, বাংগি, সসা, মিষ্টি কুমরা এখন সারাদেশে বিখ্যাত হিয়ে উঠেছে.. 

ছবি সংগ্রহকৃত